জন্মের পরপরই হাঁটা শুরু করল নবজাতক! (ভিডিও)

যদি প্রশ্ন করা হয় জন্মের পরপরই কি কোন শিশু হাঁটতে পারে? তাহলে সবাই একবাক্যে জবাব দেবেন ‘না’। তবে বিস্ময়কর হলেও সত্য ব্রাজিলের এক কন্যাশিশু জন্মের পরপরই উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্লেট আরান্তেস নামে এক ব্যক্তি ভিডিওটি পোস্ট করেছেন। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক নার্স মাত্র ভূমিষ্ঠ হওয়া এক কন্যা শিশুকে বাবা-মায়ের হাতে তুলে দেয়ার আগে পরিষ্কার করছিলেন। শিশু বুকের কাছে হাত দিয়ে ধরা ছিল। সেই অবস্থায় দু পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ায় শিশুটি। উঠে দাঁড়ানোর পর গুটি গুটি পা ফেলে হাঁটতে শুরু করে।

তখন ঘটনাটি ক্যামেরাবন্দী করেন হাসপাতালের একজন কর্মী। ফেসবুকে পোস্ট করা ভিডিওতে কারও পরিচয় প্রকাশ করা না হলেও নার্সের পোশাক দেখে দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সান্তা ক্রুজ হাসপাতালের নার্স বলে শনাক্ত করা হয়েছে। ভিডিওতে পর্তুগিজ ভাষায় ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

পর্তুগিজ ভাষায় তিনি বলেছেন , ‘আমি যখনই ওকে (শিশুটিকে) পরিষ্কার করতে যাই, তখন সে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। এটা রেকর্ড করা দরকার। এটা কাউকে বললে সে বিশ্বাস করবে না। একমাত্র ভিডিও দেখলেই মানুষ তা বিশ্বাস করবে।’

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: