বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্দোলনকারী শিক্ষার্থীরা রেজিস্ট্রারের কক্ষসহ তার দপ্তরে তালা দেওয়ার ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে এম সানোয়ার পারভেজ লিটন ১০ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ আরো ১০-১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে জিডি করেন।বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে দেখা হবে।
অভিযুক্তরা হলেন সাংবাদিকতা বিভাগের নাজমুল ঢালী, লোক প্রশাসন বিভাগের মোকাব্বেল শেখ, আইন বিভাগের তরিক হোসেন, ইংরেজি বিভাগের রাকিন খান, মিজানুর রহমান, তরিকুল ইসলাম ও এনামুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এম. ডি শিহাব, কোস্টাল স্টাডিজ বিভাগের স্বপ্নীল অপূর্ব রকি এবং রসায়ন বিভাগের রফিক।
ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক ও জিডির ৭ নম্বর অভিযুক্ত এম ডি শিহাব জানান, যৌক্তিক আন্দোলনকে দমন করতে ও শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিডি করেন। এমন ঘৃণিত পদক্ষেপের তীব্র নিন্দা জানাই।
আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী জানান, যৌক্তিক দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কণ্ঠরোধ করতে জিডি এবং মামলার ভয় দেখাচ্ছে।
এর আগেও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন, যা এখনো বহাল রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, ‘আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জিডির বিষয়টি দেখেছি। তবে আমি এ বিষয়ে কিছু জানি না।’
উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো সাড়া মেলেনি।
এমআর/টিএ