ইউআইইউ’র ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) শিক্ষার্থীদের আন্দোলন ও উপাচার্যসহ ১১ কর্মকর্তার পদত্যাগে সৃষ্ট অস্থিতিশীলতার কারণ খুঁজতে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। আগামী সাতদিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমানকে সভাপতি করা হয়েছে। এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিদ মুনিরকে সদস্য এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিক হাসান।

ট্রাস্টি বোর্ডের বিবৃতিতে বলা হয়, ইউআইইউ’র ট্রাস্টি বোর্ড ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ঘটনার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন অভিযোগ-দাবি ও গণমাধ্যমে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এতে আরও বলা হয়, দেশের উচ্চশিক্ষার উন্নয়নে অবদান রাখা এবং স্বচ্ছতার প্রতি ইউআইইউর অঙ্গীকারের অংশ হিসেবে পুরো ঘটনা তদন্তে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি সাম্প্রতিক ঘটনাবলি ও ক্যাম্পাসে অস্থিরতার বিষয়ে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করবে। আগামী সাত কর্মদিবসের মধ্যে সব প্রাসঙ্গিক প্রমাণ, অনুসন্ধান ও সাক্ষ্যসহ বিস্তারিত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন অনুযায়ী বোর্ড অব ট্রাস্টি সব ধরনের পদক্ষেপ নেবে।

শিক্ষার্থীদের আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নেয় ইউআইইউ কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কাশেম মিয়ারও পদত্যাগের দাবি তোলেন। আন্দোলনের মুখে একপর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন উপাচার্য। এরপর তার সঙ্গে ডিন, বিভাগীয় প্রধান, পরিচালকসহ আরও ১০ কর্মকর্তা পদত্যাগপত্র জমা দেন।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সন্তানদের নিয়ে রক্ষণশীল পেনেলোপে, ফোন ব্যবহার করতে দেন না Apr 29, 2025
img
তবে কি প্রিয়াঙ্কা সরকার এক মেয়ের সাথে অবৈধ কাজে লিপ্ত? Apr 29, 2025
img
শাহরুখ-আমিরদের কাছ থেকে সরকারের সমালোচনা শুনতে আগ্রহী পরেশ Apr 29, 2025
img
এবার শাটডাউন ঘোষণা করল দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট Apr 29, 2025
img
১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে : পাকিস্তানের রেলমন্ত্রী Apr 28, 2025
img
ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Apr 28, 2025
img
রাশিয়ায় এক রাতে শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের Apr 28, 2025
img
দেশকে ভালোবাসলে কেউ পালাতে পারে না: জামায়াত আমির Apr 28, 2025
img
অনেকের চোখে আমি খারাপ মানুষ হলেও আমার সন্তানের কাছে আমি সেরা: শাহরিয়ার নাজিম জয় Apr 28, 2025
img
মন ভালো নেই মিথিলার, দ্বিতীয় সংসারেও বাজছে বিচ্ছেদের ঘণ্টা Apr 28, 2025