চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর সৌম্যজিৎ সরকার আপন (১৬) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরমৈশাদী এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আপন চাঁদপুর শহরের মিশন রোড এলাকার বাসিন্দা ও পুরানবাজার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা মানিক রঞ্জন সরকার হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ জানায়, গতকাল রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে মিলে ডাকাতিয়া নদীতে গোসলে নেমে সৌম্যজিৎ সরকার আপন নিখোঁজ হয়। তাকে উদ্ধার করতে নদীতে নামে ডুবুরি দল। তবে তার কোনো সন্ধান পায়নি। পরে সোমবার নদীতে জোয়ারের পানিতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। পরে খবর পেয়ে স্বজন ও নৌপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।
চাঁদপুর নৌ থানার ওসি মো. ইকবাল জানান, ১২ ঘণ্টা পর নদীর ঝোপ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
এসএম