প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় দ্বিতীয় স্ত্রীর হাতে যুবক খুন!

ময়মনসিংহে প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় দ্বিতীয় স্ত্রীর হাতে খুন হয়েছেন শফিকুল ইসলাম নামের এক যুবক।

হত্যার কথা স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন নিহতের দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ।

শুক্রবার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ তথ্য জানায়।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরের হাবুন ব্যাপারী মোড় এলাকার আবর্জনার স্তূপ থেকে পুলিশ শফিকুল ইসলামের (২৫) লাশ উদ্ধার করা হয়।

আর সোমবার থেকে শফিকুল ইসলাম নিখোঁজ ছিলেন বলে আফরোজা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ডিবি পুলিশ আরও জানায়, শফিকুল ইসলামের বাড়ি ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনিতে। পাঁচ বছর আগে শফিকুল প্রথম স্ত্রী মাহমুদাকে বিয়ে করেন। ১৫ মাস আগে দ্বিতীয় বিয়ে করেন আফরোজাকে।

প্রথম স্ত্রী মাহমুদাকে তালাক দেবেন বলে দ্বিতীয় বিয়ের সময় আফরোজাকে বলেছিলেন শফিকুল। কিন্তু তালাক না দেয়ায় আফরোজা শফিকুলকে হত্যা করেন বলে জবানবন্দিতে জানিয়েছেন।

ডিবি সূত্র আরও জানায়, আফরোজাকে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে হাজির করা হলে তিনি স্বামীকে শ্বাসরোধে হত্যার করা স্বীকার করেন। জবানবন্দিতে আফরোজা বলেন, শর্ত মেনে শফিকুল ইসলাম প্রথম স্ত্রীকে তালাক দেননি। উল্টো সাম্প্রতিক সময়ে মাহমুদার সঙ্গে স্বামীর সম্পর্ক আরও ভালো হয়। মাহমুদার সঙ্গে সম্পর্ক ভালো হওয়ায় আফরোজাকে তালাক দেওয়ার হুমকি দেন শফিকুল। সোমবার রাতে শফিকুল আকুয়া এলাকার বাড়িতে ঘুমান। আফরোজা তাকে হত্যার পর বিছানার চাদর দিয়ে মুড়িয়ে ওই পরিত্যক্ত স্থানে ফেলে রাখেন।

এদিকে হত্যাকাণ্ডে নিহত শফিকুলের মা নুরুন্নাহার বাদী হয়ে আফরোজা শেখ, আফরোজার ভাই দীন ইসলাম ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, স্বীকারোক্তির পর আফরোজা শেখকে কারাগারে পাঠানো হয়েছে।

 

টাইমস/জেডটি

Share this news on: