বাঁদরের সেলফি

মোবাইল নিয়ে বাদর-শিম্পাঞ্জিদের কেরামতি ইদানিং প্রায়শই সামনে আসছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। সম্প্রতি পার্কে ঘুরতে আসা এক দল পর্যটকের সঙ্গে সেলফি তোলা নিয়ে একটি বাঁদর যা করেছে তা নিয়েই আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটাতে এসেছিলেন অস্ট্রেলিয়ার বাসিন্দা জুডি হিকস, তার স্বামী ও ছেলে-মেয়ে। সেখানে এসে তিনি পরিবারের লোকজনকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন উবুদ মাংকি ফরেস্টে। এই ফরেস্ট আসলে বাঁদরদের মুক্তাঞ্চল। এখানে এসে যখন গাইডকে ছবি তোলার জন্য ফোন দিয়ে তারা সকলে পোজ দিচ্ছেন, তখনই এই কাণ্ড ঘটায় ওই বনাঞ্চলের একটি বাঁদর।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, মোবাইল দেখেই দূর থেকে ছুটে আসে সে। আর ঝাঁপিয়ে পড়ে গাইডের হাত থেকে কেড়ে নেয় মোবাইলটি। তারপরই হিকসদের সামনে দাঁড়িয়ে সুন্দর পোজে তুলতে থাকে সেলফি। বাঁদরের তোলা সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা ঘটনার কথা লিখেছেন ওই অস্ট্রেলীয় পর্যটক। তারপরই ভাইরাল হয়েছে সেই ছবি।

 

টাইমস/এসআই

Share this news on: