আদালতের এজলাসেই বিচারকের মৃত্যু

আদালতের এজলাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক বিচারক।

মারা যাওয়া জেমস রিটস পুটনাম কাউন্টি কোর্টের বিচারক ছিলেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে নিজ বেঞ্চে একটি মামলার কাজ শেষ করে আদালতের এক কর্মকর্তার কাছে সহায়তা চান জেমস রিটস। এরপরই তিনি মাটিতে পড়ে যান। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ।

পুটনাম কাউন্টি নির্বাহী ম্যারিএলেন ওডেল বলেন, আমরা আরেকটি মামলার কার্যক্রম শুরু করতে যাচ্ছিলাম, তখন কোর্ট কর্মকর্তার কাছে সহায়তা চান রিটস। পরে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণার আগে ৩০ থেকে ৪৫ মিনিট তার চিকিৎসা করা হয়েছে। কিন্তু ৫৭ বছর বয়সী এই বিচারককে আর বাঁচানো সম্ভব হয়নি।

২০০৭ সাল থেকে পুটনাম কাউন্টিতে বিচারক হিসেবে কাজ চালিয়ে আসছিলেন রিটস। এর আগে তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন।

মাদক আদালত কর্মসূচির জন্য রিটস খুব পরিচিত ছিলেন। ওই কর্মসূচিতে মাদকাসক্তরা চিকিৎসার সুবিধা পেতেন এবং কারাদণ্ড এড়িয়ে যেতে পারতেন খবরে উল্লেখ করা হয়েছে।

 

টাইমস/জেডটি

Share this news on: