ম্যাজিক দেখাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন জাদুকর

বাক্স বা খাঁচার ভেতরে ঢুকে নিজেকে পানিতে ফেলে দিয়ে জাদু দেখান অনেক জাদুকর। এ সময় শেকল দিয়ে বাঁধা থাকে তার হাত-পাও। পানির ভেতর থেকে জীবন্ত ফিরে আসাটাই হচ্ছে তাদের জাদু। এমন ভেলকি দেখাতে গিয়ে গঙ্গা নদীতে তলিয়ে গেছেন ভারতের জনপ্রিয় জাদুকর চঞ্চল লাহিড়ি ওরফে ম্যানড্রেক।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের প্রখ্যাত জাদুকর চঞ্চল লাহিড়ি ঝুঁকিপূর্ণ ম্যাজিকের জন্য বেশ পরিচিত। প্রাণের ঝুঁকি নিয়ে ম্যাজিক দেখিয়ে তাক লাগিয়ে দেয়া তার স্বভাব। বহুবার সাফল্যের সঙ্গে এরকম ম্যাজিক দেখিয়েছেন।

রোববারও তিনি এক দু:সাহসী ম্যাজিকের পরিকল্পনা করেন। সেই পরিকল্পনামাফিক হাত-পা বাঁধা অবস্থায় তাকে হাওড়া ব্রিজের মাঝখান থেকে ক্রেনে করে গঙ্গার পানিতে নামিয়ে দেয়া হয়। কিন্তু এবার আর সফল হলেন না।

পরিকল্পনামাফিক বাঁধন খুলে সাঁতার কেটে বেরিয়ে আসতে পারেননি তিনি। সবার চোখের সামনেই গঙ্গার পানিতে তলিয়ে গেছেন এই জনপ্রিয় জাদুকর।

খবর পেয়ে মিলেনিয়াম পার্ক থেকে একটি লঞ্চে করে চঞ্চল লাহিড়ির সহকারীরা মাঝগঙ্গার পৌঁছান। অনেক খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। এদিকে নিখোঁজ জাদুকরের খোঁজে গঙ্গায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রোববার গঙ্গার স্রোত ছিল বেশি। তাই ক্রেনে করে নামিয়ে দেয়ার পর সাঁতার কেটে উঠতে পারেননি তিনি। প্রবল স্রোতে জাদুকর তলিয়ে যান মাঝগঙ্গায়।

 

টাইমস/জিএস

Share this news on: