‘প্রধানমন্ত্রী সুদৃষ্টি দিলেই চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে’

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বহু বছর ধরে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি। বাংলা ছবির এমন দুর্দিনেও হল ভর্তি দর্শক থাকে তার সিনেমায়। শাকিব খান আবারো শুরু করতে যাচ্ছেন নতুন আরেকটি সিনেমার কাজ। নাম ‘মনের মতো মানুষ পাইলাম না’।

এদিকে, গেলো ঈদে তার নিজের প্রযোজিত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’ মুক্তি পাবার পর নতুন এই চলচ্চিত্রটির শুটিং শুরু করছেন শাকিব খান। সোমবার রাতে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকা ক্লাবে। সেখানেও উপস্থিত ছিলেন ঢালিউডের কিং খান।

অনুষ্ঠানে শাকিব খান বাংলা চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের চলচ্চিত্রের বর্তমান অবস্থা সংকটময়। অবশ্য কিছুদিন পরই আমাদের প্রযোজক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি এই নির্বাচনের পর চলচ্চিত্রের অবস্থা অনেকটা পরিবর্তিত হবে।

শাকিব খান আরো বলেন, আমাদের চলচ্চিত্রের বর্তমান সমস্যাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা প্রয়োজন। আমার বিশ্বাস তিনি সুদৃষ্টি দিলেই আমাদের চলচ্চিত্রের সংকটময় অবস্থা পুরোপুরি পরিবর্তিত হবে। আর বাংলা সিনেমার সুদিন ফিরে আসবে।

ছ‌বিটির মহর‌ত অনুষ্ঠানে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন তথ্য প্র‌তিমন্ত্রী ড. মুরাদ হাসান। বি‌শেষ অতিথি ছি‌লেন পা‌নি সম্পদ মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থা‌য়ী ক‌মি‌টির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এছাড়াও তথ্য মন্ত্রণাল‌য়ের স‌চিব আব্দুল মা‌লেক, বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউনিয়নের মহাস‌চিব শাবান মাহমুদ, বাংলা‌দেশ আওয়া‌মী যুবলী‌গের ঢাকা মহানগর দ‌ক্ষিণের সভাপ‌তি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।

উপ‌স্থিত ছি‌লেন ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির নির্মাতা জা‌কির হো‌সেন রাজু, ছবিটির নায়িকা বুবলী, বাংলা চল‌চ্চিত্র প‌রিচালক স‌মি‌তির সভাপ‌তি মুশ‌ফিকুর রহমান গুলজার, ‌সোহানুর রহমান সোহান ও চিত্রনা‌য়িকা অঞ্জনা প্রমুখ।

 

টাইমস/জেডকে/এইচইউ

Share this news on: