ক্রাইস্টচার্চ হামলার ভিডিও শেয়ার করায় ২১ মাসের কারাদণ্ড

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নামাজরত মুসল্লিদের হামলার লাইভ ভিডিও শেয়ার করায় দেশটির এক নাগরিককে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ফিলিপ আর্পস (৪৪)। তিনি হামলার ভিডিওটি এক বন্ধুসহ ৩১ জনকে পাঠিয়েছিলেন বলে স্বীকার করেছেন।

বিবিসির খবরে বলা হয়, বন্ধুকে ভিডিওটি পাঠিয়ে ‘খুনের সংখ্যা’ যোগ করে হালকা পরিবর্তন আনতে অনুরোধ করেছিলেন আর্পস।

ওই ঘটনাটির লাইভস্ট্রিম ভিডিওর সঙ্গে ‘ক্রসহেয়ার’ চিহ্ন ও ‘খুনের সংখ্যা’ যোগ করা একটি পরিবর্তিত ভিডিও শেয়ারের ইচ্ছাও আর্পসের ছিল।

নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, পরিবর্তিত ওই ভিডিওটিকে আর্পস ‘চমৎকার’ হিসেবে বর্ণনা করেছিলেন।

ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট আদালতের বিচারক স্টিভেন জানান, মুসলিম সম্প্রদায়ের প্রতি অন্যায়ের ক্ষেত্রে কোনো ধরনের অনুশোচনা হতো না আর্পসের।

আর্পসের কর্মকাণ্ডকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ বলে অ্যাখ্যা দিয়েছেন বিচারক ড্রিসকল।

তিনি মসজিদে হামলার পর আর্পসের ওই ভিডিও শেয়ারকে ‘নিষ্ঠুর’কাণ্ড হিসেবে অভিহিত করেছেন।

আর্পস ২০১৬ সালে আল নুর মসজিদে শুকরের মাথা রেখে আসার ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন।

১৫ মার্চ ক্রাইস্টচার্চের যে দুটি মসজিদে বন্দুকধারী নির্বিচারে গুলি চালিয়েছিল, আল-নুর তার একটি।

ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুই মসজিদে হামলার ঘটনায় মোট ৫১ জন নিহত হয়েছিল।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: