চট্টগ্রামে এমএলএম ব্যবসার নামে প্রতারণার অভিযোগে ৭ জন আটক

চট্টগ্রামে ডেসটিনি-ইউনিপে-টুর আদলে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতারণার অভিযোগে ৭ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে নগরীর কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।

আটক সাতজন হলেন- অপু দাশ (২৯), রাজীব দাশ (৩৯), রাজীব তালুকদার (৪০), উজ্জ্বল সেন (৪১), রবিন মিত্র (৩৩), সুমন বিশ্বাস (৩৮) ও রঞ্জিত গুহ (৪৮)।

পুলিশ জানিয়েছে, আটক সবাই এনেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড নামের একটি এমএলএম কোম্পানির কর্মকর্তা। প্রতিষ্ঠানটির ব্যবসার পুরো ধরন কথিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) হলেও ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল ই-কমার্স পদ্ধতিকে। এদের মধ্যে অনেকেই এর আগে ডেসটিনি-২০০০ এর সঙ্গে জড়িত ছিলেন। ডেসটিনির আদলে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে আবারও প্রতারণা শুরু করেছিল এনেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড। মূলত প্রতারণা ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের দায়ে বন্ধ ডেসটিনির কথিত ডায়মন্ড এক্সিকিউটিভরা ‘এনেক্স ওয়ার্ল্ডওয়াইড’ নামের প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে কাজ করছেন।

আটকদের মধ্যে এনেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেডের মার্কেটিং ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব পালন করছেন রাজীব তালুকদার। তিনি আগে ডেসটিনি-২০০০ এর ডায়মন্ড এক্সিকিউটিভ ও ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের বিভাগীয় সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া রাজীব দাশ এনেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেডের পরিচালক ও রবিন মিত্র চট্টগ্রাম কাস্টমার কেয়ারের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তারা দুজনই ডেসটিনির পিএসডি (প্রফিট শেয়ার ডিস্ট্রিবিউটর) ছিলেন।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ডেসটিনির মতো প্রতারণা করে আসছিল এনেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড নামে কথিত একটি এমএলএম কোম্পানি। ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে ওই কোম্পানির ৭ জনকে আটক করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: