বিশ্বকাপে টিকে থাকতে অস্ট্রেলিয়াকে হারাতে চাই: মাশরাফি

মাথায় সেমিফাইনালে ওঠার সমীকরণ। চোখের সামনে প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

চাপ তো থাকারই কথা! কিন্তু মাশরাফি বিন মুর্তজাকে দেখলে কিংবা তার কথায় ওসব বোঝার উপায় নেই। বরং বাংলাদেশের এই অধিনায়ক যেন পরোক্ষভাবে অস্ট্রেলিয়াকে একটা হুমকিই দিলেন।

ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৪ বছর আগের সেই সময় থেকে বাংলাদেশ ক্রিকেট অনেক পাল্টেছে। খেলোয়াড়েরা বিশ্বাস করে, আমরা যে কাউকে হারাতে পারি।

টাইগার অধিনায়ক মাশরাফি বলেছেন, বৃহস্পতিবার আমরা অস্ট্রেলিয়াকে হারাতে চাই। তাদেরকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে চাই।

মাশরাফি আরও বলেন, আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি, সেখানে ১ পয়েন্ট পেলে তা যে আমাদের খুব উপকারে আসবে, তা কিন্তু নয়। বিশ্বকাপ লড়াইয়ে টিকে থাকতে হলে আমাদের জয়ের বিকল্প নেই।

এবারের বিশ্বকাপের শুরু থেকেই বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে চারটি ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে মাশরাফি বলেন, বৃষ্টি হলে, হয়ত ১ পয়েন্ট পাওয়া যাবে। তবে আমরা এখন জিতে ২ পয়েন্ট পেলে টুর্নামেন্টে ভালোভাবে টিকে থাকতে পারব। টুর্নামেন্টে টিকে থাকতে তাই জয় দরকার।

 

টাইমস/জিএস

Share this news on: