বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম ভূঁইয়া ঢাকার শ্যামপুরের দনিয়ার এ কে উচ্চ বিদ্যালয় ও কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান।

মামলার এজাহারে বলা হয়, সেলিম ভূঁইয়া দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন, তাতে তিনি এক কোটি নয় লাখ ৭৫ হাজার ৯৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া তিনি এক কোটি ৩১ লাখ ৮৮৩ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন, যা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে প্রমাণিত।

এর আগে ২০১৭ সালের ৭ জুন সেলিমকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠায় দুদক। নোটিশ পাওয়ার পর ওই বছরেরই ৪ জুলাই সম্পদ বিবরণী দাখিল করেন তিনি।


টাইমস/এইচইউ

Share this news on: