শ্রীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২৪ মামলার আসামি নিহত

ডাকাতি ও মাদক চোরাকারবারের অভিযোগে ২৪ মামলা থাকা এক আসামি গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

র‌্যাব-১-এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামানের দাবি, বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের দুম্বারিচালা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

শ্রীপুর জাহাঙ্গীরপুর গ্রামের মো. আফছার উদ্দিনের ছেলে নিহত মো. বাবুল মিয়া (৩৫)। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক চোরাকারবারের ২৪টি মামলা রয়েছে বলে তথ্য দিয়েছে র‌্যাব।

দুম্বারিচালা এলাকায় মাদক চোরাকারবারিদের অবস্থানের খবর পেয়ে রাতে সেখানে অভিযানে যায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বাবুল গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায়। দুই কনস্টেবল আহত হন বলে র‍্যাব কর্মকর্তা কামরুজ্জামান জানান।

গুলিবিদ্ধ বাবুলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব জানায়, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল এবং চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এসআই

Share this news on: