আ.লীগ এমপির শ্বশুর জামায়াত নেতার জানাজায় ছাত্রলীগের হামলা, আহত ৫

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর শ্বশুর মাওলানা মুমিনুল হক চৌধুরীর জানাজায় ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

হামলায় জানাজায় অংশ নেয়া শিবিরের পাঁচ কর্মী আহত হয়েছেন। খবর ইউএনবি।

শনিবার বাদ জোহর নগরীর চট্টগ্রাম কলেজ মাঠে (প্যারেড মাঠ) এ জানাজা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোমিনুল হকের জানাজায় অংশ নিতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বেলা দেড়টার দিকে মাঠে জড়ো হন।

এ সময় চট্টগ্রাম কলেজ থেকে ছাত্রলীগের একটি মিছিল মাঠের দিকে এগিয়ে আসলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশের বাধার কারণে ছাত্রলীগের কর্মীরা মাঠে প্রবেশ করতে না পেরে ইটপাটকেল ছোড়েন। শিবিরের কর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন।

চকবাজার থানার ওসি নিজাম উদ্দীন বলেন, জানাজা শুরুর আগে চট্টগ্রাম কলেজের কিছু ছাত্র মিছিল নিয়ে গেলে উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশ জানাজার মুসল্লি ও মিছিলকারী ছাত্রদের মাঝামাঝি অবস্থান নিয়ে কোনো ধরনের সংঘাত করতে দেয়নি।

ইসলামী ছাত্রশিবিরের নগর (দক্ষিণ) সভাপতি হাসান আব্দুল্লাহ বলেন, ছাত্রলীগের কিছু নেতাকর্মী কোনো ধরনের উসকানি ছাড়াই শান্তিপূর্ণ জানাজায় হামলা করে। তাদের জানাজার মাঠে মুসল্লিদের ওপর ইটপাটকেল ছুড়তে দেখা যায়।

হামলায় শিবিরের পাঁচ কর্মী আহত হন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, জামায়াত নেতার জানাজার অজুহাতে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের চকবাজার এলাকায় জড়ো হওয়ার খবর শুনে কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে প্যারেড মাঠের দিকে যেতে থাকলে শিবির কর্মীরা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল মেরেছে। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়।

 

টাইমস/জেডটি

Share this news on: