মাশরাফির বার্ষিক আয় ৪ কোটি ৮৪ লাখ টাকা

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বার্ষিক আয় ৪ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকা। এই তারকা ক্রিকেটার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। ইতিমধ্যে রিটানিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ বলে জানিয়েছেন।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামায় মাশরাফি উল্লেখ করেছেন, তিনি বছরে চাকরি থেকে ৩ কোটি ১৭ লাখ ৪ হাজার টাকা, ব্যবসা থেকে  ৭ লাখ ২০ হাজার টাকা, কৃষিখাত থেকে ৫ লাখ ২০ হাজার টাকা এবং অন্যান্য খাত থেকে ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭০০ টাকা আয় করেন। সব মিলিয়ে তার বার্ষিক আয় ৪ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা।

জানা গেছ, নড়াইল-২ আসনটি নড়াইল পৌরসভা, সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভা ও লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৭৮২ জন। এর মধ্যে লোহাগড়া উপজেলার ভোটার সংখ্য ১ লাখ ৭৯হাজার ৩৪৭ জন, নড়াইল সদর উপজেলার ভোটার সংখ্য ১ লাখ ৩৮ হাজার ৪৩৫জন।

Share this news on: