তৈজসপত্র উৎপাদনে ভ্যাট অব্যাহতি বহাল রাখার দাবি

প্রান্তিক জনগণের কথা বিবেচনা করে অ্যালুমিনিয়াম তৈজসপত্র উৎপাদন পর্যায়ে চলমান ভ্যাট অব্যাহতি বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএমএ)।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের তৈরি তৈজসপত্র বেশিরভাগ ব্যবহার করে প্রান্তিক জনগণ। এ পণ্যটির দাম বাড়লে চাপে পড়বে সাধারণ ভোক্তা। তাই প্রান্তিক মানুষের কথা চিন্তা করে দেশীয় শিল্প রক্ষায় পণ্যটির উপর চলমান ভ্যাট অব্যাহতি বহাল রাখার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, উৎপাদনের পর ভোক্তা পর্যায় যেতে পণ্যটি চার থেকে পাঁচটি হাত বদল হয়। তাই উৎপাদন পর্যায়ে ভ্যাট যুক্ত হলে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি তৈজসপত্রের দাম বাড়বে ৬০ থেকে ৭০ টাকা।

বর্তমানে অ্যালুমিনিয়াম তৈজসপত্রের কাঁচামাল আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করছে আমদানিকারকরা। আর উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে যার ফলে মূল্য সমন্বয়ের প্রয়োজন হয় না। কিন্তু প্রস্তাবিত বাজেটে চলমান ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএএমএ সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মুস্তাফা হিন্দাল, সদস্য সালাম মোল্লা, জিয়া উদ্দিন প্রমুখ।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: