করলা ক্ষেতে ৬ বছরের শিশুর লাশ

ছয় বছর বয়সী সোহাগ হোসেন সোমবার বিকালে বন্ধুদের সঙ্গে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায়ও ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। শিশু সোহাগকে খুঁজে না পেয়ে রাতে নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে মাইকিং করা হয়।

মঙ্গলবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে করলা ক্ষেতে সোহাগের লাশ পড়ে থাকতে দেখেন মাঠের কৃষকেরা। তারা তাকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ দেখতে পান।

নিহত শিশুটির নাম সোহাগ হোসেন। সে পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি ক্যানেলপাড়া গুচ্ছগ্রামের কৃষক আকমল খাঁর ছেলে। একই গ্রামের বৌটুবানী পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল সে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপুরের চরগড়গড়ি গ্রামের করলা ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

শিশুর বাবা আকমল হোসেন বলেন, কে বা কারা তার ছেলেকে হত্যা করেছে, তিনি জানেন না। তিনি থানায় মামলা করবেন।

শিশুটির লাশের পাশে তার খেলার ফুটবলটিও পাওয়া গেছে। গলা ও পিঠসহ শিশুটির শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন আছে। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী।

 

টাইমস/এসআই

Share this news on: