ইউরোপীয় কাউন্সিলে রাশিয়াকে অন্তর্ভুক্তির প্রস্তাব পাস

ইউরোপীয় কাউন্সিলের সংসদীয় পরিষদে পুনরায় রাশিয়াকে অন্তর্ভুক্তির বিষয়ে ভোটাভুটিতে রাশিয়ার পক্ষে বিজয় হয়েছে। প্রস্তাবের পক্ষে পড়ে ১১৮টি ভোট আর বিপক্ষে পড়ে ৬২ ভোট।

এর মাধ্যমে পাঁচ বছর পর পুনরায় সংস্থাটির ভোটাধিকার ফিরে পেল রাশিয়া।

রাশিয়া ভোটাধিকার ফিরে পাওয়ায় বুধবারে অনুষ্ঠিত হতে যাওয়া সংস্থার মহাসচিব নির্বাচনে তারা অংশ নিতে পারবে।

ইউরোপীয় কাউন্সিলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কোনো সম্পর্ক নেই। ৪৭টি দেশ এ সংস্থার সদস্য এবং এসব দেশ থেকে ৩০০ সংসদ সদস্য নির্বাচিত হন। এ সংস্থার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে নানা সুপারিশ বাস্তবায়ন করে।

২০১৪ সালে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অনমনীয় মনোভাবের কারণে ভোটাধিকার কেড়ে নেয় ইউরোপীয় সংসদ।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: