সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে: এনবিআর

বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার এবং ফেসবুক, গুগল, ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিতে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে বলে এক নির্দেশনায় জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার এনবিআর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে এবং এটি ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে বেতার ও টেলিভিশন থেকে সম্প্রচারের ক্ষেত্রে মূসক এজেন্ট নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হলো-

১ জুলাই থেকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ (অতঃপর আইন বলিয়া অভিহিত) কার্যকর হবে। এ আইনে অনাবাসিক ব্যক্তি কর্তৃক বেতার ও টেলিভিশন মাধ্যমে সরবরাহ করা সেবা, ইলেক্ট্রনিক সেবা সরবরাহকারীকে মূল্য সংযোজন কর ও প্রযোজ্য ক্ষেত্রে সম্পূরক শুল্ক প্রদান করতে হবে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ অনুযায়ী প্রত্যেক অনাবাসিক ব্যক্তিকে মূসক এজেন্ট নিয়োগ করতে হবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা-২০১৬ এর তৃতীয় অধ্যায়ে মূসক এজেন্ট-সংক্রান্ত বিস্তারিত উল্লেখ আছে।

সুতরাং রাজস্ব সুরক্ষা ও আইনানুগ রাজস্ব আদায়ের স্বার্থে অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে প্রদত্ত বেতার ও টেলিভিশন ও ইলেক্ট্রনিক সেবা (যেমন- ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসআপ ইত্যাদির মাধ্যম ব্যবহার করে প্রদত্ত মেসেজ, ভয়েস, বিজ্ঞাপন ও অনুরূপ যেকোনো সেবা) সরবরাহকারী সকল প্রতিষ্ঠানকে মূসক এজেন্ট নিয়োগ ও মূসক নিবন্ধন গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ সব কর কার্যকর করার ফলে সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে এখন থেকে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: