নাটোরে স্টোভ বিস্ফোরণে ৩ ছাত্রী দগ্ধ

নাটোরের উত্তর বড়গাছা এলাকার একটি ছাত্রীনিবাসে কেরোসিন স্টোভ বিস্ফোরণে তিন ছাত্রী অগ্নিদগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর শহরের বড়গাছা এলাকার জোতি ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে।

অগিদগ্ধরা হলেন- শামিমা, সানজিদা ও ফাতেমা। তারা তিনজনই নাটোর এনএস কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

দগ্ধদের মধ্যে শামিমা ও সানজিদার অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানায়, শামিমা ও সানজিদার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাড়ে ৮টার দিকে শামিমা ও সানজিদা আলাদাভাবে কেরোসিন স্টোভে খিচুরি রান্না করছিলেন। এসময় স্টোভের কেরোসিন শেষ হয়ে যাওয়ায় শামিমা ও সানজিদার স্টোভে কেরোসিন দিচ্ছিলেন। জ্বলন্ত চুলায় কেরোসিন দেওয়ার সময় কেরোসিন স্টোভটি বিস্ফোরণ হয়। এতে শামিমা ও সানজিদার শরীরে আগুন লাগে। এসময় ফাতেমা তাদের আগুন নিভাতে গিয়ে দগ্ধ হন। স্থানীয়রা অগ্নিদগ্ধ ৩ জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে শামিমা ও সানজিদার অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুবুর রহমান জানান, দগ্ধদের মধ্যে শামিমা ও সানজিদার অবস্থা আশঙ্কাজনক। তাদের ৮০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে ভর্তি করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: