ডিআইজি মিজানের আগাম জামিন নাকচ, পুলিশ হেফাজতে পাঠাল হাইকোর্ট

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের বিতর্কিত কর্মকর্তা উপপরিচালক(ডিআইজি) মিজানুর রহমানের অবৈধ সম্পদ অর্জনের এক মামলায় তার আগাম জামিনের আবেদন খারিজ করে পুলিশের হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

সোমবার শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

তাছাড়া এ মামলার আরেক আসামি ডিআইজি মিজানের ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসানকে ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে।

তার পক্ষে হাইকোর্টে শুনানি করেন আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী। তিনি দাবি করেন, মিজান খুবই সৎ একজন পুলিশ অফিসার এবং তিনি সুনামের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গি দমন করেছেন।

শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে মিজানকে পুলিশের হাতে তুলে দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘তিনি পুলিশের ভাবমূর্তি পুরোপুরি নষ্ট করেছেন। আমরা টিভিতে দেখেছি, (দুদকের একজন পরিচালককে) ঘুষ দেয়ার ব্যাপারে সে ডেসপারেট বক্তব্য দিয়েছে।’

এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগ ওঠায় গত বছরের জানুয়ারিতে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেয়া হয় ডিআইজি মিজানুর রহমানকে।

তার অবৈধ সম্পদের অনুসন্ধানে থাকা এক দুদক কর্মকর্তাকে ৪০ লাখ টাকা ঘুষ দেয়ার কথা নিজেই ফাঁস করে দিয়ে সম্প্রতি নতুন করে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা।

 

টাইমস/এসআই

 

Share this news on: