বিশ্বকাপে ষষ্ঠ বোলার হিসেবে মোস্তাফিজের পাঁচ উইকেট

চলতি ইংল্যান্ড বিশ্বকাপ আসরে ষষ্ঠ বোলার হিসেবে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করলেন মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ১০ ওভার বল করে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই কাটার মাস্টার।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানও পাঁচ উইকেট নিয়েছিলেন। ফলে বিশ্বকাপ ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পাঁচ উইকেট নিলেন মোস্তাফিজ।

৩৮.২ ওভারে বিরাট কোহলিকে দিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন মোস্তাফিজ। এরপর তিনি হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক ও মোহাম্মদ শামিকে বিদায় করেন। নিজের ও দলীয় শেষ ওভারেই তিনি ৩ উইকেট তুলে নেন।

মোস্তাফিজের এই দুর্দান্ত বোলিংয়ের কারণেই ভারতকে ৩১৪ রানে বেঁধে রাখতে সক্ষম হয় বাংলাদেশ।

প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান ২৯ রানে ৫ উইকেট নিয়ে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ উইকেটের দেখা পান।

 

টাইমস/জেডটি

Share this news on: