নাটোরে শ্যালিকাকে ধর্ষণ-হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

নাটোরে ১০ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করার দায়ে মো. সোহাগ হোসেন (২৮) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাইনুল হক এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালত কক্ষে আসামি উপস্থিত ছিলেন।

নাটোর শহরের উত্তর বড়গাছা জোলার পাড় এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে সোহাগ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, নাটোরের বনবেলঘরিয়া এলাকার মমিন হোসেনের মেয়ে মৌমিতা আক্তার (১০)  ২০১৭ সালের ১০ জুলাই বিকালে তার বোন মৌসুমির বাড়িতে যায়। ওই দিন সন্ধ্যায় পাশের পাট ক্ষেতের আইলে মৌমিতার লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তার বাবা মমিন হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে মৌমিতার দুলাভাই সোহাগ  বলেন, মৌমিতাকে ধর্ষণের সময় সে চিৎকার করে। তাকে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ পাট ক্ষেতে ফেলে রাখেন। পরে সোহাগ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যায়। ১৪ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ঘটনার পর থেকে আসামি সোহাগ কারাগারেই ছিলেন। বুধবার রায় ঘোষণার পর সাজার পরোয়ানার বলে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি শাহজাহান কবীর।

এই দণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Apr 28, 2024
img
ঢাকা-রাজশাহীসহ ৫ জেলায় সোমবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ Apr 28, 2024
রহস্যময় MKS-ব্যাট দিয়ে খেললেই ব্যাটাররা পাবে বেশি বেশি চার-ছক্কার দেখা! Apr 28, 2024
টায়ার থে'রাপিতে তৈরি হচ্ছেন পেসার নাহিদ রানা Apr 28, 2024
img
পদ্মা সেতুতে দেড় হাজার কোটি টাকা টোল আদায়ের মাইলফলক Apr 28, 2024
তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা Apr 28, 2024
অপু, বুবলিকে বাদ দিয়ে কবে কখন তৃতীয় বিয়ে করছেন শাকিব খান ? Apr 28, 2024
হাথুরুর আমলে টিকতে পারবেন তো নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ? Apr 28, 2024
img
এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ১৬৮ কোটি ডলার Apr 28, 2024
৬০ হাজার টাকা করে বৃত্তি পেল সেরা ক্রিকেটাররা! Apr 28, 2024