ইইউ কমিশনের প্রধান হচ্ছেন প্রথম নারী

ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রধান কমিশনার জঁ ক্লদ এর স্থলাভিষিক্ত হচ্ছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ফন দার লায়েনে। ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে কমিশনের প্রধান হিসেবে উরসুলাই প্রথম নারী।

ডাচ লেবার নেতা ফ্রান্স টিমেরম্যানের নাম খারিজ হয়ে যাওয়ার পর কমিশনে তার নাম প্রস্তাব করার পর সবাই এতে সম্মতি প্রকাশ করে।

বিবিসির খবরে বলা হয়, পরবর্তী মেয়াদে কমিশনের শীর্ষ পাঁচ পদে কারা থাকছেন তা নির্ধারণে কয়েকদিন ধরেই টানা আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন ইউরোপের নেতারা।

তাদের আলোচনাতেই উরসুলার নাম চূড়ান্ত হয়েছে। আলোচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টেন ল্যাগার্ডকে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) প্রথম নারী প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়া ইউরোপিয়ান কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের স্থলাভিষিক্ত হতে যাচ্ছে বেলজিয়ামের উদারপন্থি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী চার্লস মাইকেল।

ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান পদে স্পেনের জোসেফ বোরেলের নাম প্রস্তাব করা হয়েছে।

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে বুধবার। এ পদে সম্ভাব্যদের মধ্যে আছেন জার্মান মধ্য-ডানপন্থি নেতা ম্যানফ্রেড ওয়েবের ও বুলগেরিয়ার সোশালিস্ট নেতা সের্গেই স্টানিশেভ।

শীর্ষ পাঁচ পদে মনোনীতদের বেশিরভাগেরই চূড়ান্ত অনুমোদন দিবে ইউরোপিয়ান পার্লামেন্ট। ইউরোপের নেতারা আলাপ-আলোচনার ভিত্তিতে বিভিন্ন জনকে মনোনীত করলেও বেশিরভাগ পদেই ইউরোপিয়ান পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদন লাগবে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: