অপ্রীতিকর ঘটনার জন্য ছাত্রদলের দুঃখ প্রকাশ

ছাত্রদলের বহিষ্কৃত নেতারা দাবি করেছেন, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি, ককটেল বিস্ফোরণ, ভাঙচুরসহ যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার সঙ্গে তারা জড়িত নন। ওই ঘটনার জন্য তারা দুঃখও প্রকাশ করেছেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন।

এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে জহির উদ্দিন তুহিন বলেন, ছাত্রদলের পুনর্গঠন প্রক্রিয়ার একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনা তাদের ব্যথিত ও মর্মাহত করেছে।

তারা দাবি করেন, দলের অনুগত বা বিশ্বস্ত এবং স্বার্থান্বেষী মহল এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। তবে তারা দুঃখ প্রকাশ করে বলেন, এলোমেলো পরিস্থিতির কারণে সংগঠিত বিষয়ে জন্য তারা দুঃখিত। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাজ করার অঙ্গীকার করেন।

বিএনপি তার অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি গত ৩ জুন ভেঙে দেয়া হয়। পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেয়। এরপর থেকেই বিলুপ্ত কমিটির নেতারা বয়সসীমা না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে নয়াপল্টন কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আসছিলেন।

পরে ২২ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি আন্দোলনকারী ছাত্রদলের ১২ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করে। এরপর ২৪ জুন কার্যালয়ে ভাঙচুর ও মারামারি হয় এবং কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ হয়।

আজকের লিখিত বক্তব্যে স্বাক্ষর করেন এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, জয়দেব জয়, এ এ জহির উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, মো. বায়েজীদ আরেফীন, গোলাম আজম সৈকত প্রমুখ।

 

টাইমস/এসআই

 

Share this news on: