জেলা পরিষদ চেয়ারম্যানের ভায়রার ছেলে রিমান্ডে

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রিফাত ফরাজীকে (২৩) সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এই রিমান্ড মঞ্জুর করেন।

রিফাত ফরাজী বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ভায়রার ছেলে। রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন সাব্বির আহম্মেদ নয়ন ওরফে নয়ন বন্ডের প্রধান সহযোগী।

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, রিফাত শরীফ হত্যা মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজীর ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে বরগুনা থেকে রিফাত ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় স্ত্রী আয়েশা সিদ্দিকার সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। বেলা তিনটার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়।

 

টাইমস/জিএস

Share this news on: