রাজশাহীতে বাবা-ছেলেকে মারধর করে বাইক ও টাকা ছিনতাই

রাজশাহীর পবায় প্রকাশ্যে বাবা-ছেলেকে মারধর করে মোটরসাইকেলসহ চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে

বুধবার বিকালে জেলার পবা উপজেলার বায়াবাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ে শিকার দুজন হলেন- উপজেলার মতিয়াবিল এলাকার কাশেম আলী ও তার ছেলে খালিদ হোসেন সাগর। ঘটনার পর আহত অবস্থায় খালিদ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কাশেম আলী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ছিনতাইয়ের শিকার কাশেম আলী জানান, বুধবার বিকেলে তিনি ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে চার লাখ টাকাসহ নওহাটা থেকে বাড়ি ফিরছিলেন। বায়া বাজারে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে মোটরসাইকেল ও টাকার ব্যাগ কেড়ে নিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, এ সময় বাজারে অনেক লোকজন দাঁড়িয়ে ঘটনা দেখলেও কেউ উদ্ধারে এগিয়ে আসেনি। পরে বিষয়টি তারা বিমানবন্দর থানা অবহিত করেছেন বলে জানান।

বিমানবন্দর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। কয়েক দিন আগে ওই এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষে মারামারি হয়। সে ঘটনার জেরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: