চার দফা দাবিতে ময়মনসিংহ নার্সিং কলেজে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

চার দফা দাবিতে ক্লাস, ক্নিনিক্যাল প্র্যাকটিস, পরীক্ষা বর্জন করেছে ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্টস নার্সেস অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জানান, পুরাতন কারিকুলাম বহাল রেখে নতুন কারিকুলাম বাতিল করতে হবে, নার্সিং পেশাকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণ, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ও স্ট্রাইপেন ফি ২ হাজার থেকে ৫ হাজারে বৃদ্ধি করা এবং নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তর করা তাদের দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা।

 

টাইমস/টিএইচ

Share this news on: