বিআরটিএ অফিসে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

গাইবান্ধায় বিআরটিএ অফিসের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ফরহাদ হোসেন নামে এক যুবক গোপনে ঘুষ নেয়ার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

জানা গেছে, মাস দু’য়েক আগে নতুন মোটরসাইকেল ক্রয় করেন ফরহাদ হোসেন। কিন্তু মোটরসাইকেলের লাইসেন্সের জন্য শো-রুমে অতিরিক্ত টাকা দাবি করলে ফরহাদ হোসেন সব কাগজপত্র নিয়ে ঈদুল ফিতরের দুই দিন আগে গাইবান্ধার বিআরটিএ অফিসে যান।

সেখানে কয়েক ঘণ্টা বসিয়ে রেখে মোটরযান পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম খান লাইসেন্সের জন্য ফরহাদ হোসেনের কাছে ৭০০ টাকা দাবি করেন। কিন্তু ফরহাদ টাকা দিতে অস্বীকৃতি জানান।

এসময় ফরহাদ হোসেন লক্ষ্য করেন প্রতিটি ফাইল বাবদ আমিনুল ইসলামের সহকারী আসাদ গোপনে ঘুষ নিচ্ছেন। বিষয়টি তিনি স্মার্টফোনের মাধ্যমে ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, মোটরযান পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সহকারী করমর্দন করার ফাঁকে ঘুষ গ্রহণ করছেন।

 

টাইমস/জিএস

Share this news on: