বন্যার কবলে ওয়াশিংটন ডিসি!

ভারি বর্ষণের কারণে বন্যার কবলে পড়েছে ওয়াশিংটন ডিসি।

সোমবার সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ৭৬ মিলিমিটার।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, পার্ক। বাড়ি-ঘরে পানি উঠতে শুরু করেছে।

এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে। এজন্য সেখানকার প্রত্যেক নাগরিককে উঁচু স্থানে থাকতে বলা হয়েছে।

বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে ইয়াহুর প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার পানিতে ‍ভিজে গেছে হোয়াইট হাউসের ব্রিফিং রুমের মেঝে। ওয়াশিংটনের পূর্বে পটোম্যাক পার্কে বন্যার পানিতে তলিয়ে রয়েছে একটি বেঞ্চ।

বন্যার কারণে রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় ধীরে চলছে যানবাহন। পানির নিচে তলিয়ে গেছে ওয়াশিংটন স্মৃতিস্তম্ভের পাশের সড়কটি।

এটি এক ঘণ্টায় আগের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ৫ দশমিক ৬ সেন্টিমিটারকে ছাড়িয়ে যায়; ১৯৫৮ সালে এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

প্রবল বৃষ্টির মধ্যে নগরবাসীকে সতর্ক করে বার্তা দেয় ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।

১৮৭১ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এটি সপ্তম বৃষ্টিবহুল জুলাই বলে জানিয়েছেন এনডব্লিউএসের আবহাওয়াবিদ মার্ক চেনার্ড। মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই দৈনিক রেকর্ড ভেঙে গেছে বলে জানান তিনি।

ওয়াশিংটনের নিকটবর্তী ভার্জিনিয়ার আর্লিংটনে আরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ১২ দশমিক ৭ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে চেনার্ড জানিয়েছেন।

প্রবল বৃষ্টিপাতের সময় ওয়াশিংটনের মেট্রো স্টেশনগুলোর সিলিং থেকে প্রবল ধারায় পানি নেমে আসতে থাকে এবং নগরীর প্রধান প্রধান জাদুঘর ও স্মৃতিসৌধমুখী সড়কগুলো তলিয়ে যায়।

এই সড়কগুলো বন্ধ করে দেয়ার পর স্থানীয় জরুরি বিভাগের কর্মীরা গাড়িতে আটকা পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করেন।

দুপুরের মধ্যে ১৫ জন গাড়িচালককে উদ্ধার করা হয়েছে বলে জানায় ওয়াশিংটন ডিসি দমকল ও ইএমএস। পানিতে আটকা পড়া লোকজনকে উদ্ধারে দমকলকর্মীরা হলুদ রঙের উদ্ধারকারী লাইফবোট ব্যবহার করে।

 

টাইমস/জেডটি

Share this news on: