চট্টগ্রামের ১৪ উপজেলায় বন্যা

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামের ১৬টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কম ক্ষতিগ্রস্ত উপজেলা হচ্ছে মিরসরাই ও সন্দ্বীপ।

৬ জুলাই থেকে মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে ভারি বর্ষণ শুরু হয়। থেমে থেমে এই বৃষ্টি চলছে শনিবার পর্যন্ত।

এদিকে চট্টগ্রাম মহানগরীও পানির নিচে তলিয়ে আছে। কয়েকটি নিচু এলাকায় নালা ভরাট থাকায় সরছে না পানি।

চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে সাতকানিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এসব উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বাঁশখালী, সীতাকুণ্ড, হাটহাজারীসহ কয়েকটি উপজেলার পাহাড়ি এলাকা থেকে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনকারীদের সরিয়ে নেয়া হচ্ছে ভূমি ধসের আশঙ্কায়।

চট্টগ্রামের সাথে যুক্ত কর্ণফুলী, হালদা ও সাঙ্গু নদীতে পাহাড়ি ঢলের পানিও বাড়তে থাকে। এসব নদীর সাথে যুক্ত খালগুলোতেও পানি বেড়ে তলিয়ে যায় বিভিন্ন লোকালয়।

 

টাইমস/এসআই

Share this news on: