শেষ দিনে ময়মনসিংহ বিভাগ থেকে বৈধ-অবৈধ যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র বাতিল হওয়ার বিরুদ্ধে প্রার্থীদের করা তিনদিনের আপিলের শুনানি ও নিষ্পত্তি শনিবার শেষ দিনের মতো চলছে।

শনিবার সকাল ১০টারয় আগারগাঁও নির্বাচন ভবনে গঠিত এজলাসে আপিল আবেদনের শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররাও এতে উপস্থিত রয়েছেন।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী শেষ দিনের আপিলে ময়মনসিংহ বিভাগ থেকে যাদের মনোনয়নপত্র বৈধ ও অবৈধ হয়েছে তারা হলেন-

শেষ দিনে মনোনয়নপত্র বৈধ যাদের:

এ কে এম লুৎফর রহমান (ময়মনসিংহ-১); চৌধুরী মোহাম্মদ ইসহাক (ময়মনসিংহ-৬); নঈম জাহাঙ্গীর (জামালপুর-৩); আব্দুল কাঈয়ুম খান (নেত্রকোনা-১)।

শেষ দিনে মনোনয়নপত্র অবৈধ যাদের:

মো. সামীউল আলম (ময়মনসিংহ-৩); নাজনীন আলম (ময়মনসিংহ-৩); কামরুল ইসলাম মো. ওয়ালিদ (ময়মনসিংহ-৪);এম. এ. রাজ্জাক খান (ময়মনসিংহ-৭);আলমগীর কবির (ময়মনসিংহ-৯); এস. এম. আশরাফুল হক (ময়মনসিংহ-১১); মো. আবু বকর সিদ্দিক (শেরপুর-৩); মো. এরশাদুর রহমান (নেত্রকোনা-১);শফী আহমেদ (নেত্রকোনা-৪); মো. জাকির হোসেন (নেত্রকোনা-৫); মো. মাসুম বিল্লাহ (জামালপুর-৩); ইঞ্জি. মোহাম্মদ আলী (জামালপুর-৫);

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ৫৪৩ জন। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

 

টাইমস/এইচইউ

Share this news on: