প্রথম জানাজা শেষে এরশাদের লাশ হিমঘরে

ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজার নামাজ শেষে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মরদেহ সিএমএইচের হিমঘরে স্থানান্তর করা হয়েছে।

বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে দুপুর আড়াইটায় তার মরদেহ সিএমএইচের হিমঘরে রাখার জন্য হস্তান্তর করেন এরশাদের ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

সিএমএইচ এর ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ বাংলাদেশ টাইমস-কে বলেন, আজ সিএমএইচের হিমঘরে মরদেহ রাখা হবে। তবে কাল কি করা হবে তার সিদ্ধান্ত আমাকে এখনো জানানো হয়নি।

এরশাদের মরদেহ সিএমএইচের হিমঘরে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: বাংলাদেশ টাইমস

এর আগে এরশাদের প্রথম জানাজায় অংশগ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এরশাদের ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ, এরশাদের বড় ছেলে সাদ এরশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মরদেহ কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাখা হবে নেতা-কর্মীসহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য। বাদ আসর বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা। রাতে মরদেহ আবারও সিএমএইচের হিমঘরে রাখা হবে।

মঙ্গলবার সকাল ১০টায় হেলিকপ্টারে করে রংপুরে নেওয়া হবে। রংপুর ঈদগাহ মাঠে বাদ জোহর তার চতুর্থ জানাজা হবে। পরে বিকালে লাশ ঢাকায় নিয়ে আসা হবে। ওইদিন বিকালে বনানীতে সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৪ জুলাই থেকে সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন।

আরও পড়ুন...

‘এ জন্মে আর দেখা হলো না’

 

টাইমস/টিআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ