ভারতের মন্দিরে ‘নরবলি’, ৩ জনের লাশ উদ্ধার

ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার কোড়িটিকিতা গ্রামের ঘটনা। সোমবার সেখানকার একটি মন্দিরের ভিতরে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা খবর দেয় পুলিশে।

আনন্দবাজার জানায়, পুলিশ এসে মন্দিরের ভিতর থেকে এক পুরোহিতসহ তিনজনের মরদেহ উদ্ধার করে। মৃতদের মধ্যে দুইজন নারী। তিনজনেরই বয়স সত্তরের ঊর্ধ্বে। তাদের শরীর থেকে তখনও ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল।

পুলিশের সন্দেহ, পুরোহিতসহ তিনজনকেই বলি দেয়া হয়েছে।

পুলিশ জানায়, মন্দিরের ভিতরে মরদেহগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিল। শিবলিঙ্গের গায়েও লেগে ছিল রক্তের ছাপ।

নিহতরা হচ্ছেন- মন্দিরের ৭০ বছর বয়সী পুরোহিত শিবরামি রেড্ডি, তার বোন কে কমলাম্মা (৭৫) এবং সত্য লক্ষমাম্মা (৭০) নামে আরও একজন নারী। তিনজনেরই গলার নালি কেটে দেয়া হয়েছিল। লক্ষমাম্মা তার কোনো একটি মনোবাসনা পূরণ করার জন্য বেঙ্গালুরু থেকে কোড়িটিকিতায় গিয়েছিলেন মন্দিরে একটি রাত কাটাতে।

 

টাইমস/এসআই

Share this news on: