১৭ বার গুলি খাওয়া কুকুরটি এখন 'থেরাপি ডগ'

পাঁচ বছরের কুকুরটির নাম ম্যাগি। দুটো চোখে গুলির চিহ্ন স্পষ্ট। গুলির আঘাতে নষ্ট হয়ে গিয়েছে ডান কান। চোয়ালটাও ভাঙা। কিন্তু ম্যাগির গায়ে বিদ্ধ হওয়া বুলেট কেড়ে নিতে পারেনি তার জীবনশক্তি। তাই সুস্থ হওয়ার পর কাজ করছে ‘থেরাপি ডগ’ হিসেবে। আর এই কাজের মাধ্যমে হাসি ছড়ানোর পাশাপাশি বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা ছড়াচ্ছে সে।

ওয়াইল্ড অ্যাট হার্ট নামের একটি অ্যানিম্যাল চ্যারিটি সংস্থা ২০১৮ সালে লেবানন থেকে উদ্ধার করে পাঁচ বছরের এই কুকুরটিকে। শরীরে ১৭টি গুলিবিদ্ধ অবস্থায় একটি বাক্সের মধ্যে আটকা ছিল ম্যাগি। তার পর লেবানন থেকে তাকে উড়িয়ে আনা হয় ব্রিটেনে। সেখানে সফলভাবে চিকিৎসার পর সাসেক্সে নতুন পরিবার পায় সে।

তার পরই প্রয়োজনীয় সব ট্রেনিং এ পাশ করে ‘থেরাপি ডগ’ হিসাবে কাজ শুরু করে সে।

ম্যাগির পালিকা কাসে জানিয়েছেন, বেস কয়েকটি পরীক্ষা পাশ করে তবেই থেরাপি ডগের কাজ করতে পারছে ম্যাগি। আর এর মাধ্যমে সকলের মধ্যে হাসি ছড়িয়ে দেওয়ায় লক্ষ্য তার।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: