ইরান ‘বিপদজনক পথ’ বেছে নিয়েছে: ব্রিটেন

তেলবাহী জাহাজ আটকের পর ইরানের প্রতি কড়া হুশিয়ারি দিয়ে ব্রিটেন বলেছে, দেশটি ‘অবৈধ ও অস্থিতিশীল আচরণের’ ‘বিপদজনক পথ’ বেছে নিয়েছে। শনিবার দেশটির পররাষ্ট্র সচিব এমন মন্তব্য করেন।

এর আগে শুক্রবার দেশটির ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডের সদস্যরা হরমুজ প্রণালিতে ২৩ ক্রু’সহ স্টেনা ইম্পেরা নামের ব্রিটেনের তেলবাহী ওই জাহাজটি আটক করে। এসময় তারা জাহাজটির বিরুদ্ধে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের অভিযোগ আনে।

এদিকে হরমুজ থেকে আটক হওয়ার পর স্টেনা ইম্পেরা জাহাজটির মালিক পক্ষ জাহাজের কারো সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

ব্রিটিশ সরকার বলছে, এর মাধ্যমে ইরান একটি অগ্রহনযোগ্য কাজ করেছে। এতে ব্রিটিশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন।

শুক্রবার ওই জাহাজটির সঙ্গে ব্রিটিশ মালিকানাধীন লাইবেরিয়ান পতাকাঙ্কিত ট্যাঙ্কার এমভি মেসদারও আটক করে। তবে পরে সেটিকে ছেড়ে দেওয়া হয়।

 

টাইমস/এমএস 

Share this news on: