খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তিসহ গণদাবিতে বৃহস্পতিবার খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর শহীদ হাদিস পার্কে সমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

এদিকে দীর্ঘদিন পর সমাবেশের অনুমতি পেয়ে বিএনপি’র নেতা-কর্মীদের হতাশা অনেকটাই কেটে গেছে। বিভাগীয় বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকরা সাড়া দিচ্ছেন। যেসব নেতা দীর্ঘদিন নিষ্ক্রিয় হয়ে ছিলেন তারাও ভিড় করছেন কার্যালয়ে। অনেকে মামলায় হাজিরা দিয়েই প্রচারণার কাজ শুরু করছেন।

খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, খুলনায় দীর্ঘদিন পরে উন্মুক্ত স্থানে সমাবেশ করতে যাচ্ছে বিএনপির। সমাবেশ ঘিরে সব জেলা ও উপজেলা থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সমাবেশ কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। প্রতিটি জেলাতেও সমাবেশ সফল করতে প্রচারণা চালানো হয়েছে । নেত্রীর মুক্তির দাবিতে যে জনসভা খুলনায় অনুষ্ঠিত হবে। এ সমাবেশর মধ্যে দিয়ে অচিরেই নেত্রী মুক্তি পাবেন।

বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম বলেন, সারাদেশের বিভাগীয় সদরগুলোতে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়ার পর এরই মধ্যে বরিশাল ও চট্টগ্রামে জনতার ঢল নেমেছিল। বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। ইনশাল্লাহ খুলনার সমাবেশও জনতার সমুদ্রে পরিণত হবে। সমাবেশ হলো বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও বর্তমান সরকারের দুশাসনের বিরুদ্ধে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024