রেনু হত্যায় এক নারী গ্রেপ্তার

‘ছেলেধরা’ গুজব রটিয়ে ঢাকার বাড্ডায় তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে সাঁতারকুল এলাকায় অভিযান চালিয়ে রিয়া বেগম ওরফে ময়না নামের ২৭ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাড্ডা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।

শনিবার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তসলিমা বেগম রেনু(৪২)-কে পিটিয়ে মারা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি তার মেয়েকে ভর্তির খবর নিতে ওই বিদ্যালয়ে গিয়েছিলেন।

এ ঘটনায় অজ্ঞাত ৪০০/৫০০ জনকে আসামি করে থানায় মামলা করেন তসলিমার বোনের ছেলে নাসির উদ্দিন টিটো।

এরপর ওই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ইব্রাহিম হোসেন হৃদয়কে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এই হৃদয়কেই লাঠি হাতে পিটুনিতে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল ভিডিওতে।

সেদিন স্কুলে অ্যাসেম্বলি চলার সময় স্কুলের মাঠের পাশে অপরিচিত রেনুকে দেখে অভিভাবকদের কয়েকজনের মধ্যে সন্দেহ তৈরি হয়। এরপর তারা রেনুকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে রিয়া বেগম ‘ছেলেধরা’ বলে চিৎকার করে ওঠেন। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে পুলিশ কর্মকর্তারা জানায়।

এ মামলায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে বাড্ডা থানার ওসি জানান।

 

টাইমস/এসআই

Share this news on: