‘জয় শ্রীরাম’ না বলায় উত্তর প্রদেশে মুসলিম কিশোরের গায়ে আগুন

‘জয় শ্রীরাম’ না বলায় এবার ভারতে  উত্তর প্রদেশের চান্দৌলি জেলায় এক মুসলিম কিশোরের গায়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ওই কিশোরের অভিযোগ, ‘জয় শ্রীরাম’ না বলায় শুক্রবার তার গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ওই কিশোর নিজেই নিজের গায়ে আগুন দিয়েছে- সেখানকার পুলিশ এমন দাবি করছে বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে।

উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, ১৫ বছর বয়সী ওই কিশোরের নাম খালিদ। বারানসির একটি হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সে। তার দেহের ৪৫ শতাংশ পুড়ে গেছে।

খালিদ পুলিশের কাছে বলেন, ‘দুধারি ব্রিজ দিয়ে যাওয়ার সময় চারজন আমাকে অপহরণ করে। দুজন আমার হাত বেঁধে ফেলে। একজন আমার গায়ে কেরোসিন ঢালতে শুরু করে। এরপর আমার গায়ে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।’

ওই কিশোর আরও বলেন, ‘জয় শ্রীরাম’ না বলার জন্যই তার গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ভারতজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা ও গণপিটুনি বন্ধের দাবিতে এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে সাম্প্রদায়িক উসকানিমূলক বার্তা ছড়ানোর প্রতিবাদে গতসপ্তাহে দেশটির ৪৯ জন বরেণ্য ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর খোলা চিঠি দেন। এরপর তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে শনিবার বিহারের একটি আদালতে মামলা করেন এক আইনজীবী।

 

টাইমস/এসআই

 

 

Share this news on: