কানাডায় বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৪ বাংলাদেশির লাশ উদ্ধার

কানাডার টরন্টোর শহরতলি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের একটি গ্রাম থেকে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃতদেহ উদ্ধার করেছে ইয়র্ক রিজিওনাল পুলিশ। এ ঘটনায় নিহত দম্পতির ২০ বছর বয়সী ছেলেকে আটক করা হয়েছে।

রোববার স্থানীয় সময় দুপুর তিনটার দিকে শহরের উত্তর-পূর্বে অবস্থিত মারখাম গ্রামের নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। জরুরি নম্বরে কল পেয়ে পুলিশ সেখানে যায়।

কানাডার পুলিশ এই বাড়ি থেকেই চারজনের মরদেহ উদ্ধার করেছে

সিবিএনের খবরে বলা হয়, নিহতরা বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধিবাসী। তারা হলেন- মোহাম্মদ মনির ও তার স্ত্রী মুক্তা জামান, তাদের মেয়ে, এবং বেড়াতে আসা মুক্তা জামানের মা।

প্রতিবেশি পাসকোল ডি'সৌজা জানান, এ বাড়িতে পরিবারটি ২০০২ সাল থেকে বসবাস করে আসছে।

টরন্টোর সাংস্কৃতিককর্মী নাফিয়া ঊর্মি সিবিএনকে জানান, নিহত দম্পতির ছেলে সম্ভবত মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল, এমনকি সে মাদকাসক্তও ছিল। তিনি ধারণা করছেন, খাবারে কিছু মিশিয়ে অজ্ঞান করার পর ছুরিকাঘাতে তাদের হত্যা করে সে। এরপর সে গেম খেলতে থাকে। পরিবারের সদস্যদের খুন করার বিষয়টি এই ছেলেই মন্ট্রিয়লে থাকা তার এক বন্ধুকে ফোন করে জানায়।

গত ২৯ জুন নিহত দম্পতিরা তাদের ২৫তম বিবাহবার্ষিকী পালন করেন। ঊর্মি সেই অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

তবে এ ঘটনায় পুলিশ এখনও নিহতদের নাম, পরিচয় প্রকাশ করেনি।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: