ব্রাজিলে আটকা পড়া জাহাজ ইরানের পথে

ব্রাজিলের প্যারানাগুয়া বন্দরে আটকা পড়া ইরানের পণ্যবাহী জাহাজ বাভান্দ দেশের পথে রওনা দিয়েছে।

সোমবার প্যারানাগুয়া বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকায় ব্রাজিলের রাষ্ট্রীয় কোম্পানি পেট্রোলিও ব্রাসিলিরো এসএ জাহাজটিকে জ্বালানি তেল সরবরাহ করা থেকে বিরত থাকে। পরে দেশটির আদালতের হস্তক্ষেপে তেল সরবরাহ করার পর ইরানের পথে রওনা দেয় জাহাজটি।

প্যারানাগুয়া বন্দরে আটকা পড়া ইরানের আরেক জাহাজ ‘তারমেহ’ দুদিন আগে জ্বালানি নিয়ে ওই বন্দর ছেড়েছে এবং ব্রাজিলের অন্য একটি বন্দর থেকে খাদ্যশস্য ভর্তি করে ইরানের উদ্দেশে রওনা দেবে।

এ দুটি জাহাজ কিছুদিন আগে ইরান থেকে ব্রাজিলের জন্য ইউরিয়া সার নিয়ে গিয়েছিল।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: