ময়মনসিংহে নির্বাচনী কাজে ব্যস্ত ছাপাখানার কর্মীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্টিত হবে। নির্বাচনকে ঘিরে সারাদেশের মতো ময়মনসিংহেও ব্যস্ত সময় পার করছেন ছাপাখানার মালিক ও শ্রমিকরা।

জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহে ১১টি আসনে ৫৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা মাঠে ব্যস্ত সময় পার করছেন। তাদের ছবি ও প্রতীক-সংবলিত পোস্টার, ব্যানার আর ফেস্টুন টাঙাচ্ছেন জেলা জুড়ে। পোস্টার, ব্যানার আর ফেস্টুন ছাপার কাজে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের ছাপাখানার কর্মীরা।

শহরের গ্রাফিকস বাংলা ডিজাইনের মালিক সাখাওয়াত উল্লাহ মহব্বত জানান, ময়মনসিংহ জেলার পাশাপাশি নেত্রকোণা, জামালপুর এবং শেরপুরের প্রার্থীরা তাঁদের কাছে পোস্টার ও লিফলেট বানাতে আসছেন। এগুলো তৈরি করতে দিন-রাত কাজ করছেন মুদ্রণ শ্রমিকেরা।

তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষ্যে তার কারখানায় বাড়তি শ্রমিক আনা হয়েছে। তারপরও অর্ডার শেষ করা যাচ্ছে না।

শহরের আলী প্রিন্টার্সের মালিক ইউসুফ আলী জানান, নির্বাচন আসলে কাজের প্রতি আমাদের উৎসাহ বেড়ে যায়। কিন্তু প্রার্থীরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ না করায় দালালদের মাধ্যমে কাজ করতে হয়। অনেক সময় আমাদের কাজের মূল্যও সঠিক ভাবে পাই না।

কয়েকটি ছাপাখানার মালিক ও কর্মীরা জানয়েছেন, দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা আগে থেকেই বেশির ভাগ প্রচারসামগ্রী প্রস্তুত করে রেখেছিলেন। এখন স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচারসামগ্রী প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন তারা।

ছাপাখানার এক শ্রমিক আব্দুল আলিম জানান, সাধারণত ৮ ঘন্টা ডিউটি করেন তারা। কিন্তু নির্বাচন উপলক্ষে তাদেরকে প্রতিদিনই ওভার টাইম করতে হয়।

ময়মনসিংহ মুদ্রণ শিল্প মালিক সমিতির সহসভাপতি ইয়াজদানী কোরায়শী কাজল জানান, শহরে ৬৫ টির মতো ছাপাখানা রয়েছে। নির্বাচনকে ঘিরে এসব ছাপাখানা জমজমাট হয়েছে। সবাই দিন-রাত কাজ করে প্রার্থীদের প্রচার সরঞ্জাম পৌঁছে দিতে সাধ্যমতো চেষ্টা করছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: