ময়মনসিংহ-৭ আসনে সরে দাঁড়ালেন রওশন এরশাদ

ময়মনসিংহ-৭ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানিয়েছেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। মহাজোটের শরিক দল আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন জানিয়ে আবেদনটি করেছেন তিনি।

বুধবার ময়মনসিংহ-৭ আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এ আবেদন করেন।

ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, নির্বাচনের প্রতীক বরাদ্দের পর নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রওশন এরশাদ নিজের পুরনো ময়মনসিংহ-৪ আসনের পাশাপাশি ময়মনসিংহ-৭ আসন থেকেও প্রার্থী হয়েছেন।  

ময়মনসিংহ-৪ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকলেও ময়মনসিংহ-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রয়েছেন হাফেজ রুহুল আমিন মাদানী।

বৃহত্তর ঐক্যের স্বার্থে মহাজোট মনোনীত প্রার্থী মাদানীকে সমর্থন দিতে তিনি ময়মনসিংহ-৭ আসন থেকে  সরে দাড়িয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন রওশন এরশাদ।

 

টাইমস/এইচইউ

Share this news on: