সিলেটে দেড় সহস্রাধিক স্থানে ঈদের জামাত

সিলেট জেলা ও মহানগর এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় দেড় সহস্রাধিক স্থানে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহার জামাত। এরমধ্যে সিলেট মহানগর এলাকার ৯৫ ঈদগাহে ও ২৬৪ মসজিদে এবং জেলার বিভিন্ন উপজেলায় ৪৭৬ ঈদগাহে ও ৬৩৯ মসজিদ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট নগর পুলিশ সূত্র জানায়, নগরীতে ঈদের প্রধান জামাত নগরের শাহী ঈদগাহে ময়দানে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এখানে নিরাপত্তায় থাকবে চার স্তরের নিরাপত্তা বলয়। এছাড়া নগরের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত হজরত শাহজালাল (রহ.) দরগাহে, আলীয়া মাদরাসা ময়দান, কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট মাঠ, বন্দরবাজার, শাহপরান মাজার মসজিদকেন্দ্রিক নিরাপত্তা ছাড়াও ঈদের দিন বিনোদন কেন্দ্রগুলোতেও নিরাপত্তা দেবে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (বিশেষ শাখার) অতিরিক্ত উপ কমিশনার সুজ্ঞান চাকমা বলেন, ঈদে নিরাপত্তায় পোষাকে-সাদা পোষাকে পুলিশ মোতায়েন থাকবে নগরীর বিভিন্ন স্থানে। সেই সঙ্গে পুলিশের মোবাইল টিম ও ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে নিরাপত্তায় পর্যাপ্ত ফোর্স মোতায়েন রাখা হবে।

সিলেট জেলা পুলিশের(বিশেষ শাখার) অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ঈদের আগে থেকেই সড়ক-মহাসড়কে পশুবাহী ট্রাকে যাতে চাঁদাবাজি না হয়, সেজন্য নিরাপত্তা জোরদার রয়েছে। ঈদের নিরাপত্তায় উপজেলাগুলোতে পোষাকে-সাদা পোষাকে সহস্রাধিক পুলিশ মোতায়েন থাকবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: