ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কি.মি যানজট, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ভয়াবহ রকমের যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় সময় পার করছেন যাত্রীরা। শিশু ও নারী যাত্রীদের অবস্থা সবচেয়ে করুণ। বিক্ষুব্ধ যাত্রীরা মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ দেখিয়েছেন।

রোববার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ সড়কে তীব্র যানজট দেখা গেছে।

বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর সিরাজগঞ্জের দিকে গাড়ি টানতে পারছে না। এ কারণে যানজট সেতুর এপার টোল প্লাজা পর্যন্ত এসে যায়। তখন টোল আদায় বন্ধ রাখা হয়। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফা এভাবে টোল আদায় বন্ধ রাখায় সেতুর পূর্ব প্রান্ত থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় বলে পুলিশ সূত্র জানায়।

ভোর থেকে সকাল পর্যন্ত কমপক্ষে পাঁচবার টোল আদায় বন্ধ করছে সেতু কর্তৃপক্ষ। সেতুর উপরে বেশ কয়েকটি লক্করঝক্কর মার্কা গাড়ি বিকল হয়ে যাওয়ায় গাড়িগুলো সরিয়ে নিতে একটু সময় লাগে। এ ছাড়া বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জের অংশ গাড়ি টানতে না পারায় টোল বন্ধ করে কর্তৃপক্ষ। আর এতেই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।

বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের সল্লা, কালিহাতী উপজেলার পৌলী, টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর, টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা এলাকায় রাস্তায় আগুন জ্বেলে যাত্রীদের বিক্ষোভ করতে দেখা যায়। যাত্রীরা জানান, একই জায়গায় তিন থেকে চার ঘণ্টা ধরে তাদের গাড়ি থেমে আছে। একটুও এগোতে পারছে না। তাই অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমেছেন।

 

টাইমস/এসআই

Share this news on: