রাজশাহীতে যৌন হয়রানি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত

যৌন হয়রানি প্রতিরোধে ‘বখাটেদের’ ধরতে এবার মাঠে নেমেছে রাজশাহী জেলা প্রশাসন।

শনিবার থেকে ইভটিজিংবিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত মহানগরীর বিভিন্ন বিনোদন ও জনবহুল স্পটগুলোতে অভিযান শুরু করেছে। এরই মধ্যে নিজ ফেসবুক আইডি থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বার্তা দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক।

রাজশাহী জেলা প্রশাসকের নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে বলা হয়েছে, ‘ইভটিজিং বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হয়েছে। এটি চলতে থাকবে। সঙ্গে অনিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালানো, গাঁজা বা মাদক সেবনের বিরুদ্ধেও অভিযান চলবে। যারা ইভটিজিং এর শিকার তারা ভয় না পেয়ে থানায় বা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করুন। আপনি প্রতিবাদ শুরু করলে আরও অনেকে সাহসি হবে।’

এর আগে শুক্রবার তিনি লিখেছিলেন, 'সকল অভিভাবককে তাদের উঠতি বয়সী সন্তানের খোঁজ-খবর রাখার অনুরোধ করছি। ইভটিজার হিসেবে আটক হলে জেল জরিমানা হতে পারে'।

কোরবানি ঈদের আগে রাজশাহী নগরীতে কলেজ ছাত্র খুন, ছিনতাই, স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করে বখাটেদের হাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার পর এই অভিযান শুরু হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: