রাজশাহীতে কথা কাটাকাটির জেরে কৃষককে কুপিয়ে হত্যা

রাজশাহীর পুঠিয়ায় ধানের বীজ কেনা-বেচাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে সোহেল রানা (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা একই গ্রামের আনসার আলীর ছেলে।

বেলপুকুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ধানের বীজ কেনাবেচাকে কেন্দ্র করে স্থানীয় সাইফুল ইসলামের সঙ্গে রোববার সন্ধ্যায় সোহেল রানার কথা কাটাকাটি হয়। সন্ধ্যার পর সোহেল রানা স্থানীয় লোকজনের সাথে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। সে সময় সাইফুল ইসলাম ও তার লোকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে সোহেল রানাকে উপর্যুপরি কুপিয়ে চলে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি গোলাম মোস্তফা আরও জানান, এ ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের ফারুক হোসেন ও রাজিউল ইসলাম নামে দু’জনকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় নিহত ওই কৃষকের বাবা আনসার আলী বাদী হয়ে সোমবার সকালে বেলপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: