ডিআইজি মিজানের পিস্তলের লাইসেন্স বাতিল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স বাতিল করা হয়েছে। মঙ্গলবার মাগুরা জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট কার্যালয় এই তথ্য জানিয়েছে।

সম্প্রতি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় তিনি বর্তমানে কারাগারে আছেন। পরে দুদকের পরিচালক এনামুল বাছিরকে ঘুষ দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়।

ওই মামলার সূত্র ধরে মিজানের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সটি বাতিলের জন্য ৪ আগস্ট দুদক থেকে মাগুরায় জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে মাগুরার বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী আকবর মিজানের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেন।

মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ১৯৯৭ সালের ৩০ জানুয়ারি থেকে ১৯৯৮ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, মাগুরায় কর্মরত থাকা অবস্থায় মিজানুর রহমান ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স করেন। পরে ২০১১ সালের ২৩ মে তিনি যুক্তরাষ্ট্রের তৈরি ডিএএ-৪৯৮৩১৮ বেরেটা মডেলের একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি কেনেন।

গত বছর ‘নারী কেলেঙ্কারি’–এর অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত হন মিজানুর।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, ওই কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর গত বছরের ২৯ মে ৪০ রাউন্ড গুলি কেনার অনুমতি চেয়ে ডিআইজি মিজান মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন। কিন্তু তৎকালীন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান গুলি কেনার আবেদনটি নামঞ্জুর করেন।

মিজানের ব্যবহৃত ব্যক্তিগত পিস্তলটির লাইসেন্স বাতিলের পাশাপাশি তার কাছে থাকা গুলি সরকারি হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে। লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্ত সোমবার নেয়া হয়। মঙ্গলবার তা সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে মিজানকে জানিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি তার অস্ত্রটি জমা নিতে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে বলে জানান মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী আকবর।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ইউসিবির সঙ্গে একীভূত না হওয়ার সিদ্ধান্ত ন্যাশনাল ব্যাংকের Apr 28, 2024
img
চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Apr 28, 2024
img
ঢাকা-রাজশাহীসহ ৫ জেলায় সোমবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ Apr 28, 2024
রহস্যময় MKS-ব্যাট দিয়ে খেললেই ব্যাটাররা পাবে বেশি বেশি চার-ছক্কার দেখা! Apr 28, 2024
টায়ার থে'রাপিতে তৈরি হচ্ছেন পেসার নাহিদ রানা Apr 28, 2024
img
পদ্মা সেতুতে দেড় হাজার কোটি টাকা টোল আদায়ের মাইলফলক Apr 28, 2024
তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা Apr 28, 2024
অপু, বুবলিকে বাদ দিয়ে কবে কখন তৃতীয় বিয়ে করছেন শাকিব খান ? Apr 28, 2024
হাথুরুর আমলে টিকতে পারবেন তো নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ? Apr 28, 2024
img
এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ১৬৮ কোটি ডলার Apr 28, 2024