শাহ আমানতে ১২ লাখ টাকার সিগারেট আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন যাত্রীর কাছ থেকে ইজি ব্র্যান্ডের ৮১৪ কার্টন সিগারেট আটক করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

বুধবার সকালে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা এসব সিগারেট আটক করা হয়। চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস-এর যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল সিগারেট আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট ১৪৮। এই ফ্লাইটে বিমানের যাত্রী মোহাম্মদ আসাদ, আবদুল কাদের এবং মোহাম্মদ ইয়াসিন নামের তিন জনের কাছে ৮১৪ কার্টুন ইজি ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। পরে সিগারেটগুলো জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আটককৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

চোরাচালান, মিথ্যা ঘোষণা, রাজস্ব ফাঁকি ও আমদানি নিষিদ্ধ পণ্য প্রতিরোধে কাস্টম হাউস কর্তৃপক্ষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ফলে চালানগুলো ধরা পড়ছে বলে জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: